দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুন। তার অন্যতম চর্চিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’ ৫ ডিসেম্বর ভারতে মুক্তি পেয়েছে। আল্লুর বিপরীতে আছেন রাশমিকা। ছবিটি মুক্তির তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে দারুণভাবে দখল বজায় রেখেছে। খবর হিন্দুস্তান টাইমস’র।
সর্বশেষ প্রতিবেদন অনুসারে, পুষ্পা ২ ভারতের বক্স অফিসে ১১০০ কোটি রুপির ঘরে পা রাখতে চলেছে।
রিপোর্টে বলা হয়েছে, মুক্তির ২০ দিন পর ভারতীয় বক্স অফিসে এখনো পর্যন্ত ১০৮৯.৫১ কোটি রুপি আয় করেছে পুষ্পা ২। গত ৫ ডিসেম্বর দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। তৃতীয় মঙ্গলবার ছবিটির একদিনের সংগ্রহ প্রাথমিক অনুমান অনুসারে ১৪.২৫ কোটি টাকা।
পুষ্পা ২ প্রথম সপ্তাহের শেষে বক্স অফিসে ৭২৫.৮ কোটি টাকা আয় করেছিল। দ্বিতীয় সপ্তাহে এর সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২৬৪.৮ কোটি টাকায়। ছবিটি বিশ্বব্যাপীও দারুণ পারফর্ম করে। টিম পুষ্পার দাবি যে, এটি বিশ্বব্যাপী ১৫০০ কোটি টাকার অঙ্ক ছাড়িয়েছে।
হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রিমিয়ারের দিন পদপিষ্ট হয়ে মারা যান এক নারী। এবং হাসপাতালে ভর্তি করতে হয় তার ৯ বছরের শিশুকে। এই ঘটনায় ইতোমধ্যেই বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, আল্লুকে এবার নির্যাতিতার পরিবারের সমস্ত দায়িত্ব নিতে হবে। বর্তমানে অভিনেতার বাসভবন সাদা চাদর এবং সামনে থেকে দীর্ঘ সাদা পর্দায় ঢেকে দেওয়া হয়েছে। পুষ্পা ২-এর প্রযোজক নবীন ইয়ার্নেনি এবং রবি শঙ্কর হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে তেলেঙ্গানার সড়ক ও বিল্ডিং এবং সিনেমাটোগ্রাফি মন্ত্রী কোমাটিরেড্ডি ভেঙ্কট রেড্ডির উপস্থিতিতে নির্যাতিতার পরিবারকে ৫০ লাখ রুপির চেক দান করেছিলেন।
এই মামলায় জারি করা সমনের অংশ হিসেবে এই দক্ষিণী অভিনেতা মঙ্গলবার হায়দরাবাদ পুলিশের সামনে হাজির হয়েছিলেন। অভিনেতাকে মঙ্গলবার চিক্কাদপল্লি থানায় তলব করা হয়েছিল এবং তদন্তে 'সহযোগিতা' করতে বলা হয়েছে।
সুকুমার পরিচালিত পুষ্পা-২ : দ্য রুল-এ আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এটি পুষ্পা সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল, যা মূলত রেড স্যান্ডালউড চোরাচালানের গল্প নিয়ে নির্মিত।
এবার ‘পুষ্পা ২’ সিনেমার দৃশ্যে কংগ্রেস নেতার আপত্তি
৭ দিনে ‘পুষ্পা-২’র নতুন রেকর্ড 