ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লালপুরে কৃষি প্রণোদনা ও সেলাই মেশিন বিতরণ

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৬:১০ পিএম

জেড সুজন মাহমুদলালপুর (নাটোর) : নাটোরের লালপুরে চলতি (২০২২-২০২৩) অর্থ বছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, উফশী আউশ ধানের বীজ, সার, সেলাই মেশিন ৫৫টি টিআর প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে প্রায় সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে আনুষ্ঠানিক ভাবে বীজ সার নারীকে সেলাই মেশিন বিতরণ করেন নাটোর- (লালপুর-বগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় সাংসদ বকুল বলেন, বঙ্গবন্ধু কৃষকদের কথা চিন্তা করেছেন। তার স্বপ্ন ছিল খাদ্য ঘাটতির দেশ থেকে আমরা উদ্বৃত্ত খাদ্যের দেশে পরিণত হবো। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা আমাদের প্রয়োজন মিটিয়ে বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছি। সরকার প্রান্তিক কৃষকদের বিন্যমূল্যে সার বীজ দেওয়ায় কৃষিতে বিপ্লব আনা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহাফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।

#এসএ

 

আরও পড়ুন