ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শ্রীনগরে ছিনিয়ে নেয়া সেই যুবদল নেতা গ্রেপ্তার, থানার ওসি প্রত্যাহার

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৮:২২ এএম

মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার পশ্চিম দেউলভোগ এলাকা থেকে শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার তরিকুল ইসলাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার দেউলভোগ গ্রামের আবদুল মান্না বেপারীর ছেলে।

এর আগে আসামি ছিনিয়ে নেয়ার এ ঘটনায় জড়িত তিনজনকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দীন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীরকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

MMS
আরও পড়ুন