চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন চার সংস্কার কমিশনের প্রধানরা। এখন তাদের সঙ্গে বৈঠক চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৫৩ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন নির্বাচন ব্যবস্থা, পুলিশ, সংবিধান এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন তার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

চার সংস্কার কমিশনের প্রধানরা হলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ।

প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন চার সংস্কার কমিশনের প্রধানরা। এখন তাদের সঙ্গে বৈঠক চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

AHA/KK
আরও পড়ুন