অনুমোদনহীন স্লিপার বাস চলাচল স্থগিত চেয়ে রিট

সড়কে নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সদস্যদের অনুমোদনহীন স্লিপার বাস চলাচল বন্ধে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম

অনুমোদনহীন স্লিপার বাস চলাচলের ওপর স্থগিতাদেশ চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সড়কে নিরাপত্তা নিশ্চিতে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রিটটি দায়ের করেন।

সূত্র জানায়, সড়কে নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সদস্যদের অনুমোদনহীন স্লিপার বাস চলাচল বন্ধে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মোটরযান চলাচলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিতে অননুমোদিত স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।

SN
আরও পড়ুন