ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারতে বিস্ফোরণে উড়ে গেল অস্ত্র কারখানা, লাশ উদ্ধার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম

ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিক প্রচেষ্টায় তিনজনকে জীবিত এবং একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এনডিটিভি’র প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জওহর নগর এলাকায় অবস্থিত ওই কারখানার এলটিপি বিভাগে বিস্ফোরণটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলকর্মী ও চিকিৎসাকর্মীরা।

সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে কারখানার এলটিপি বিভাগে থাকা ১৪ জন শ্রমিক আটকা পড়েন। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, তা শোনা গেছে ৫ কিলোমিটার দূর থেকেও।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, শীর্ষ কর্মকর্তারা বিস্ফোরণস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল শিগগিরই পৌঁছাবে। প্রয়োজনে চিকিৎসা দলও সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বাস দেন।

JA
আরও পড়ুন