খিলগাঁওয়ে পুলিশ সদস্য নিহতের ঘটনায় ঘাতক চালক গ্রেপ্তার

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নায়েক মো. রুবেল হক নিহতের ঘটনায় পলাতক চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চালকের নাম মো. আবু নাসের ওরফে সোহাগ (২৮)।

র‍্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া জানান, গত বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে খিলগাঁও ফ্লাইওভারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত নায়েক রুবেল হক মালিবাগ থেকে সবুজবাগের দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ছয় চাকার কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে কাভার্ডভ্যানটির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে গেলেও র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় ১ জানুয়ারি খিলগাঁও থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্টন এলাকা থেকে অভিযুক্ত চালক সোহাগকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেপ্তারকৃত চালকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

DR/AHA
আরও পড়ুন