ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তিন পর্বে হবে বিশ্ব ইজতেমা

উপপুলিশ কমিশনার বলেন, এবারের বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম দুই পর্ব শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থীরা করবেন। তৃতীয় পর্ব করবেন সাদপন্থীরা।

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম

চলতি বছর বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে এ খবর জানান গাজীপুর মেট্রোপলিটনের (জিএমপি) উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

তবে এ বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি বলেও জানান তিনি।

উপপুলিশ কমিশনার বলেন, এবারের বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম দুই পর্ব শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থীরা করবেন। তৃতীয় পর্ব করবেন সাদপন্থীরা।

তথ্য অনুযায়ী, জুবায়েরপন্থীরা ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পালন করবেন। এরপর পরে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদপন্থীরা ইজতেমা করবেন।

এ ব্যাপারে শুরায়ে নেজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শুরায়ে নেজাম টঙ্গী ইজতেমা ময়দানে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ভাগে ইজতেমা করবে। ইজতেমা সামনে রেখে ময়দানের প্রস্তুতিকাজ এগিয়ে চলছে।’

এদিকে, মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারী ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, ‘মুরুব্বিদের পরামর্শক্রমে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি টঙ্গী ইজতেমা ময়দানে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার আয়োজন করা হবে।’

AA
আরও পড়ুন