খুলনায় ট্যাংকলরি ধর্মঘট, ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আযিমকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ পিএম

খুলনায় ট্যাংকলরি শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ ও তিন ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ আছে।

কর্মবিরতির কারণে পদ্মা, মেঘনা ও যমুনা এ তিন ডিপো থেকেই তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টা থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। 

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি এ কর্মবিরতির ডাক দিয়েছেন।

তিনি আরও জানান, বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আযিমকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। 

এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ওই শ্রমিক নেতা এজাহারনামীয় আসামি। বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

NC
আরও পড়ুন