ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাল আমদানি ও বাজারজাত করার সময় বাড়াল সরকার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৮ পিএম

চাল আমদানি ও বাজারজাত করার সময় বাড়িয়েছে সরকার। বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠান থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত চাল আমদানি ও বাজারজাত করা যাবে।

এ বিষয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর চাল আমদানি ও বাজারজাত করর সময়সীমা আগামী ১৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

আমনের ভালো ফলন সত্ত্বেও গত ডিসেম্বরের শেষ দিকে চালের দাম কেজিতে ৪-১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। এরপর পরিস্থিতি সামাল দিতে সরকার চাল আমদানির ওপর জোর দেয়। সরকারি এবং বেসরকারি পর্যায়ে চাল আমদানি হচ্ছে। 

চাল আমদানি এবং দেশের ৬৪ জেলায় ওএমএসের (খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয়) মাধ্যমে সুলভ মূল্যে চাল বিক্রির ঘোষণার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। হঠাৎ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া চালের দাম পাইকারি পর্যায়ে এখন নিম্নমুখী।

SN
আরও পড়ুন