ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুন্সীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৪০

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম

মুন্সীগঞ্জ সদরসহ ৫টি গ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর থেকে টরকি, চরকেওয়ার, উত্তর চরমশুরা খাসকান্দি ও গুহের চর এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত আহতরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয় আহতরা। এদের মধ্যে ৭ জনকে গুরুত্বর অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়ে বলে জানিয়েছে চিকিৎসক।

এদিকে হাসপাতালে ভ্যাকসিন সংকটে চিকিৎসায় বিপত্তিতে পড়ে রোগীরা।

স্থানীয়রা জানান, দুপুরে টরকি এলাকায় একটি ভবঘুরে পাগলা কুকুরের কামড়ে কয়েকজন আহত করে। পরে সন্ধ্যা পর্যন্ত খাসকান্দি, গুহেরচর এলাকায় নারী-শিশুসহ অন্তত ৪০ জনকে কামড়ায় কুকুরটি। তবে তাড়া করেও কুকুরটি আটকাতে সক্ষম হয়নি কেউ। পরে আহতদের উদ্ধার করে স্বজন ও এলাকবাসী হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোঃ আতাউর করিম বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪০ জনের মত রোগী চিকিৎসা নিয়েছে। তাদের হাতে-পায়ে, পিঠে ও ঘাড়ে আঘাত রয়েছে। কয়েকজনের অবস্থা গুরুত্বর। হাসপাতালে ভ্যাকসিন সংকটে তাদের ঢাকা-নারায়ণগঞ্জ প্রেরণ করা হয়েছে।

MMS
আরও পড়ুন