ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাশিয়ার অব্যাহত জয়, সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ জেলেনস্কি

আপডেট : ১০ মার্চ ২০২৫, ১০:০৬ এএম

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অব্যাহত রয়েছে রুশ বাহিনীর জয়যাত্রা। বিপরীতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির নজর এখন সংলাপের দিকে। জেলেনস্কি বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ‘প্রতিশ্রুতিবদ্ধ’।

সোমবার (১০ মার্চ) একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইউক্রেনের সুমি অঞ্চল এবং রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুন করে সাফল্য অর্জন করার কথা জানিয়েছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি সৌদি আরবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার আগে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক সংলাপে বসতে ‘সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’।

মার্কিন ও ইউক্রেনীয় আলোচকরা মঙ্গলবার লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় আলোচনার বসতে চলেছেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির জন্য একটি “কাঠামো” নিশ্চিত করতে  জোরকদমে কাজ করছে।

আসন্ন আলোচনা সত্ত্বেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে জানিয়েছে, তাদের বাহিনী কুরস্ক সীমান্তের কাছে সুমির ছোট্ট গ্রাম নোভেনকে `মুক্ত' করেছে। মস্কো কুরস্কের লেবেদেভকা, মালায়া লোকনিয়া, চেরকাসকোয়ে পোরেচনয়ে এবং কোসিৎসা গ্রাম পুনরুদ্ধারের ঘোষণাও দিয়েছে।

রাশিয়া ২০২২ সালে সর্বাত্মক আক্রমণের শুরুতে ইউক্রেনের সুমির কিছু অংশ সংক্ষিপ্তভাবে দখল করে নিয়েছিল কিন্তু তারপর থেকে সেখানে কোনো অঞ্চল দখল করেনি। অবশ্য কিয়েভ এখনও রাশিয়ার নোভেনকে দখল করার দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এই পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় জেলেনস্কি তার ভাষণে বলেন, আমি আমাদের সমস্ত ইউনিটকে ধন্যবাদ জানাতে চাই যারা দখলদারকে ধ্বংস করার, আক্রমণ প্রতিহত করার এবং আমাদের অবস্থান রক্ষা করার জন্য অবিচল এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছেন। ফ্রন্ট-লাইনে শক্তিশালী অবস্থান থাকার ওপরই নির্ভর করছে কূটনীতিতে আমাদের অবস্থান কতটা শক্তিশালী হবে। এবং আমরা ইউক্রেনের ফ্রন্ট-লাইনের চাহিদা পূরণ নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। সূত্র: আল জাজিরা, এএফপি

SN
আরও পড়ুন