খবর সংযোগ ডেস্ক: বায়ু দূষণ ডিমেনশিয়া রোগের ঝুঁকি বাড়ায়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোতে সূক্ষ্ম পদার্থ কণা ২.৫ মাত্রার নিচে থাকার পরও দেশগুলো উচ্চ ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি মেডিকেল জার্নাল বিএমজিতে প্রকাশিত নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গবেষণায় বলা হয়েছে, বিশ্বব্যাপী প্রায় ৬ কোটি মানুষ ডিমেনশিয়া রোগ নিয়ে বসবাস করছে। ক্রমাগত এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ডিমেনশিয়া হলে মস্তিষ্ক ঠিক মতো কাজ করে না। সব কিছু ভুলে যায়। রোগী এমন এমন আচরণ করতে শুরু করেন, যা তিনি আগে কখনোই করতেন না। মানুষ তার মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যারা ডিমেনশিয়া রোগে আক্রান্ত হন তাদের অধিকাংশেরই আলঝেইমারস ডিজিজ বা ভ্যাসকিউলারডিমেনশিয়া থাকে।
গবেষণায় বলা হয়, অনেকে মনে করেন বয়স বাড়লে ডিমেনশিয়া হয়ে থাকে। কিন্তু এ ধারণা ঠিক নয়। এ রোগ বিভিন্ন কারণেই হয়ে থাকে। তবে বর্তমানে বায়ু দূষণের কারণে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীর মস্তিষ্কের বিভিন্ন অংশ অকেজো হয়ে যায়, ফলে রোগী বিভিন্নভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন।
গবেষকরা বলেন, ডিমেনশিয়া ও অন্যান্য রোগীর সংখ্যা কমাতে চাইলে বায়ু দূষণ রোধে গুরুত্ব দিতে হবে। বায়ু দূষণের পরিমাণ বৃদ্ধি পেলে ডিমেনশিয়াসহ অন্যান্য রোগও বৃদ্ধি পাবে। এ জন্য সবার উচিত বায়ু দূষণ রোধের ওপর গুরুত্ব দেয়া।
সূত্র: হিন্দুস্তান টাইমস
