মৌলভীবাজারের কমলগঞ্জে তিন দিনব্যাপী মণিপুরীদের অতি প্রাচীনতম ধর্মীয় অনুষ্ঠান ‘লাই হরাওবা’ উৎসব শুরু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেল আদমপুর ইউনিয়নের তেঁতইগাঁও গ্রামের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়। চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত।
উৎসবের আয়োজকরা জানান, উৎসবটি ধর্মীয় প্রথা অনুযায়ী প্রতিদিন মাইবীর ঐশ্বরীক বাণীসহ লোকগান, লোকনৃত্য ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনু্ষ্ঠিত হবে।
তারা জানান, মনিপুরী ‘লাই হরাওবা’ একটি উৎসব যা মৈতৈ সংস্কৃতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। এটি মূলত, সনামহী ধর্মের ঐতিহ্যগত দেবতাদেরকে উৎসাহিত করার জন্য উদযাপন করা হয়।

এই উৎসবে প্রদর্শিত নৃত্যসমূহকে মণিপুরী নৃত্যশৈলীর একটি সুপ্রাচীন নৃত্যধারা হিসেবে বিবেচনা করা হয়। মণিপুরী সমাজে প্রচলিত অন্যতম প্রাচীন লোকনৃত্যানুষ্ঠান ‘লাই হরাওবা জাগোই’ থেকেই এসেছে এই 'লাই-হরাওবা উৎসব'। এই নৃত্যে প্রকৃতি পূজার পরিচয় মেলে।
ইউনেস্কো বাংলাদেশের অর্থায়নে এ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, আইজিসিসি, পোরৈ অপোকপা মরুপ ধর্মীয় সাংস্কৃতিক সংস্থা, ‘কনসোর্টিয়াম অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব বাংলাদেশ’ (সিআইবি), ও সাধনা- এ সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ সাউথ এশিয়ান কালচার।
