ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুয়েট শিক্ষার্থীদের আনন্দ মিছিলে হামলা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৫ এএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্তের খবরে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) রাত আড়াইটার দিকে অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে বহিরাগতরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিজয় মিছিলে যোগ দিতে এসে স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন কুয়েটের এক শিক্ষার্থী। তাকে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে। ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

এর আগে, টানা ৫৮ ঘণ্টার একদফা দাবিতে অনশনরত শিক্ষার্থীরা উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ ঘোষণার পর অনশন প্রত্যাহার করেন এবং বিজয় মিছিল বের করেন।

শিক্ষার্থীরা জানান, এই হামলাকারীরা গত ১৮ ফেব্রুয়ারির সশস্ত্র হামলায়ও জড়িত ছিল।

JA
আরও পড়ুন