আসছে বজরঙ্গি ভাইজান ২

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১১:২৭ এএম

২০১৫ সালে মুক্তি পাওয়ার পর বেশ সাফল্য অর্জন করে সালমান খানের সিনেমা বজরঙ্গি ভাইজান। সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। পেয়েছিল ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বেশ কয়েক দিন ধরে বলিউড টাউনে খবর প্রচার হচ্ছে, আসছে বজরঙ্গি ভাইজানের সিকুয়েল। সিনেমাটির গল্পকার ও চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদ নিজেই এ খবর দিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে দেখা হয়েছে সালমানের। বজরঙ্গির সিকুয়েল নিয়ে কথা হয়েছে তাদের মধ্যে। বিজয়েন্দ্র প্রসাদ পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তা স্বীকারও করেছেন। 

তিনি বলেন, গত ঈদে সালমানের সঙ্গে দেখা করেছিলাম। তাকে আমি গল্পের কয়েকটা লাইন শুনিয়েছি। তিনি পছন্দও করেছেন। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।

প্রখ্যাত পরিচালক এস এস রাজামৌলির বাবা ভি বিজয়েন্দ্র প্রসাদ তেলুগু ও কন্নড় সিনেমার জনপ্রিয় চিত্রনাট্যকার। তবে তিনি হিন্দিতে যে কটি সিনেমার চিত্রনাট্য লিখেছেন, বজরঙ্গি ভাইজান সেগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম। বিজয়েন্দ্র প্রসাদ নিজেও চাইছিলেন, সিনেমাটির সিকুয়েল আসুক। তবে ভালো গল্প ও উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন সালমান। এতো দিনে সেটা পাওয়া গেছে। এবার শুধু বজরঙ্গি ভাইজান ২-এর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

বজরঙ্গি ভাইজান সিনেমাটিতে হনুমানভক্ত যুবক পবন কল্যাণ আর বোবা শিশুর পাকিস্তানে ফেরার নিয়ে গল্প। যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

 

RA
আরও পড়ুন