কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে জাফর আলম প্রকাশ মাইক জাফর (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) ভোর পাঁচটার দিকে উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উচিতার বিল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ জাফর আলম প্রকাশ মাইক জাফর ওই এলাকার মৃত কালু চৌকিদারের ছেলে।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন বলেন, এলাকাটি বন্যহাতির অভয়ারণ্য ছিলো। সোমবার ভোরে বাড়ির উঠানে চলে আসে দলছুট একটি বন্যহাতি। এ সময় সামনে পড়ে যায় বৃদ্ধ জাফর আলম। বন্যহাতির সামনে পড়ে গেলে বৃদ্ধ জাফর আলমকে শুঁড়ে তুলে আঁছড়িয়ে হত্যা করে।
তিনি আরও বলেন, বন্যহাতির আক্রমণে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার যাতে নিয়মানুযায়ী ক্ষতিপূরণ পায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
