পাকিস্তান-ভারত নিয়ন্ত্রণরেখায় গোলাগুলিতে ১০ জন ভারতীয় নিহত হয়েছেন। বুধবার (৭ মে) সকালে এ তথ্য জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।
ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, ভারতীয়দের মৃতের সংখ্যা ১০ জন ছাড়িয়েছে। উত্তপ্ত পরিস্থিতির জেরে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
ভারতীয় সেনাবাহিনী বলছে, নিহত সবাই বেসামরিক নাগরিক। এ ছাড়া পাকিস্তানের এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত। এ হামলার পর পাল্টা জবাবের হুশিয়ারি দেন পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
