গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
শনিবার (১৭ মে) সকাল সোয়া ৯টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন হোসেন মার্কেট এলাকায় বি এইচ আই এস লিমিটেডের শ্রমিকরা মহাসড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, কারখানাটির প্রায় ১৩শ শ্রমিকের গত এপ্রিল মাসের বকেয়া বেতন এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ। আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যা কষ্ট করে কাজ করি টাকার জন্য। বেতন না পেলে বাসাভাড়া, বাজারের বাকি, সন্তানদের খরচ কিছুই মেটানো যায় না। সেটা মালিকপক্ষ বুঝে না। নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় পরিবার নিয়ে আমরা চরম কষ্টে দিনাতিপাত করছি। তাই বাধ্য হয়েই আমরা রাস্তায় বসেছি।
শিল্প পুলিশ-২ এর অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আমরা পরিস্থিতি শান্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি।

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পলাতক স্বামী
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় আজ