ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাম্পের শুল্ক নীতিতে বাংলাদেশের বাণিজ্য ব্যয় বৃদ্ধি পাবে: জাতিসংঘ 

আপডেট : ২৪ মে ২০২৫, ০৯:৫৯ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আমদানি শুল্ক নীতির কারণে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংকটাডের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এমন আশঙ্কার চিত্র।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্কনীতি উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি সক্ষমতাকে বিশেষ করে পোশাক ও কৃষিপণ্যের ক্ষেত্রে চাপে ফেলবে। ফলে বিশ্ববাণিজ্যে বৈষম্য আরও গভীর হবে এবং বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতিগুলো সরাসরি ক্ষতির মুখে পড়বে।

বাংলাদেশ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার হলেও, সাম্প্রতিক শুল্ক আরোপের সিদ্ধান্তে দেশের অর্থনীতি বড় ধাক্কার মুখে পড়তে পারে। 

জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (ইংরেজি: United Nations Conference on Trade and Development; সংক্ষেপে: UNCTAD) হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্য ঘাটতির মাত্র ০ দশমিক ৩ শতাংশের জন্য দায়ী এসব উন্নয়নশীল দেশগুলোকে এখন ১০ শতাংশ থেকে শুরু করে ৪৪ শতাংশ পর্যন্ত শুল্কের সম্ভাব্য বোঝা বইতে হতে পারে।

যদিও শুল্ক কার্যকরে ৯০ দিনের একটি স্থগিতাদেশ অর্থনীতিকে সাময়িক স্বস্তি দিয়েছে, তবে দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব এড়ানো কঠিন হবে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

RA
আরও পড়ুন