ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মগবাজারে পথচারীকে কুপিয়ে ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল

আপডেট : ২৬ মে ২০২৫, ১১:১৫ এএম

রাজধানীর মগবাজারে দুপুর বেলায় এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে ব্যাগ ছিনতাই করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সিসি ক্যামেরার ওই ভিডিওতে দেখা যায়, ১৮ মে বিকেলে এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে গলির ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা মোটরসাইকেলে থাকা তিন যুবকের মধ্যে দুজন তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে মাস্ক পরা দুই ছিনতাইকারী চাপাতি দিয়ে তাকে আঘাত করতে থাকে। ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে যুবকটি মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন। এতে ছিনতাইকারীরা আরও ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে কোপাতে থাকে।

রোববার (২৫ মে) এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, পুলিশ ভিডিওটি দেখেছে।  কিন্তু এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে পুলিশ ভুক্তভোগী যুবক ও মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা করছে। 

জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

RA
আরও পড়ুন