রাজধানীর চাঁদনি চক মার্কেটে (নিউমার্কেট এলাকায়) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেনস্তার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জানিয়েছেন এ ঘটনায় জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সোমবার (২৬ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সঙ্গে দরদাম নিয়ে বাকবিতন্ডা ও হেনস্তার ঘটনায় মামলা করা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, রাজধানীর চাঁদনি চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী হেনস্তার ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।
জানা গেছে, চাঁদনি চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি দোকানে গিয়ে কিছু না কিনেই বেরিয়ে আসলে দোকানদাররা তাকে বাজে ভাষায় অপমান করেন। প্রতিবাদ করলে দোকানীরা শিক্ষার্থীদের হেনস্তা করেন। এতে গুরুতর আহত হন দুই শিক্ষার্থী। আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শাহেদুল ইসলাম ও আয়াজ।
ভুক্তভোগী শাহেদুল ইসলাম বলেন, আমাদের এক বান্ধবী দোকানে গিয়ে কিছু না কিনেই বেরিয়ে আসলে দোকানদাররা তাকে বাজে ভাষায় অপমান করেন। এ ঘটনায় আমরা প্রতিবাদ করতে গেলে হঠাৎ ৪০-৫০ জন ব্যবসায়ী আমাদের ওপর হামলা চালান। পরে আমাকে একটি আলাদা কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন করেন।
এদিকে, ঘটনা জানাজানি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং অভিযুক্ত দোকানে ভাঙচুর চালান। এরপর ওই দোকানিকে ধরে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
ঢাবি শিক্ষার্থীকে চুরির অপবাদে মারধর, দোকানিকে পুলিশে সোপর্দ
মগবাজারে পথচারীকে কুপিয়ে ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল