ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চলচ্চিত্র অভিনেতা সাংকো পাঞ্জা মারা গেছেন

আপডেট : ২৯ মে ২০২৫, ০৮:০৬ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা সাংকো পাঞ্জা আর নেই। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর সাড়ে ৩টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সাংকো পাঞ্জা বেশ কয়েক বছর ধরে ক্যানসারের আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন। তার মরদেহ পিজি হাসপাতাল থেকে নারায়ণগঞ্জ, রুপগঞ্জ মাসুমাবাদ তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শুক্রবার (৩০ মে) সকাল ১০টায় জানাজা শেষে দাফন সম্পূর্ণ করা হবে। জন্মসূত্রে গ্রামের বাড়ি ময়মনসিংহ। তার দুই মেয়ে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সদস্য ছিলেন।

শাকিব খানের ‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ে ক্রেনের ওপর থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা। তার মাথায় ও মুখে বেশ কিছু সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত শুটিং করতে পারতেন না তিনি। সেই চিকিৎসা ভার বহন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল সাংকো পাঞ্জাকে।

১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন সাংকো পাঞ্জা। তিনি প্রায় দুই শতাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন।

RK/AHA
আরও পড়ুন