ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকা থেকে ট্রেনের বিলম্ব যাত্রা

আপডেট : ০১ জুন ২০২৫, ০২:২৫ পিএম

ঈদ উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (১ জুন) বিশেষ ট্রেন চলাচলের দ্বিতীয় দিন ঢাকা থেকে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে ছেড়েছে। 

ঢাকা রেলওয়ে স্টেশনের সময়সূচি বোর্ডে দেখা গেছে, সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস বিলম্বে ২০ মিনিট বিলম্বে সকাল ৯টা ৩০ মিনিটে ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করে। জয়ন্তীকা এক্সপ্রেস সকাল ১১টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও দুপুর ১২টা পর্যন্ত ২ নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে ছিলো। যার ফলে ট্রেনটি অন্তত ৪৫ মিনিট বিলম্বে রয়েছে।

অগ্নিবীণা এক্সপ্রেসও ১১টা ৩০ মিনিটে ছাড়ার কথা থাকলেও দুপুর ১২টা পর্যন্ত ৬ নম্বর প্ল্যাটফর্মেই অবস্থান করছিলো। তবে  কখন ছাড়বে এ বিষয়ে তথ্য দিতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

এছাড়া চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস (৮০২) দুপুর ২টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সংশোধিত সময়সূচি অনুযায়ী এটি দুপুর ২টা ৫০ মিনিটে ছাড়বে বলে জানানো হয়েছে। ফলে এটি ৩৫ মিনিট বিলম্বিত হবে। সিলেটগামী কালনী এক্সপ্রেস (৭৭৩) দুপুর ২টা ৫৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা থাকলেও সেটিকে সম্ভাব্য সময় ছাড়া হয়নি।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মো. সাজেদুল ইসলাম বলেন, ঢাকা থেকে বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়েছে। কিছু ট্রেনের ক্ষেত্রে সামান্য বিলম্ব হয়েছে। জয়ন্তীকা এক্সপ্রেসে ব্যবহৃত পাওয়ারকারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সেটি মেরামতের পর ট্রেনটি ছাড়বে।

RA/SN
আরও পড়ুন