ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন এবং নারী মুসল্লিদের জন্য রাখা হয়েছে আলাদা নামাজের ব্লক ও পৃথক প্রবেশপথ।

বৃহস্পতিবার (৫ জুন) জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া।

তিনি বলেন, ঈদের দিন শনিবার (৭ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে জামাত আয়োজন অনুপযুক্ত হলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, নামাজ আদায়কারী মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত, নিরাপত্তা এবং অন্যান্য সেবা নিশ্চিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাব এবং অন্যান্য বাহিনীর সদস্যরা। সেবামূলক ব্যবস্থা হিসেবে ঈদগাহে থাকবে অজুখানা, পয়োনিষ্কাশন ব্যবস্থা ও সুপেয় পানির ব্যবস্থা। এছাড়া জরুরি প্রয়োজনে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি যেন মুসল্লিরা নির্বিঘ্নে, স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন। আবহাওয়া পরিস্থিতিও পর্যবেক্ষণে রয়েছে। আশা করছি, সকল প্রস্তুতির ফলে এবারের ঈদ জামাত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে।

উল্লেখ্য, আগামী শনিবার (৭ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

SN
আরও পড়ুন