ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা, ঈদের দু’দিনে নিহত ১১৭

আপডেট : ০৮ জুন ২০২৫, ১২:৪১ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে উৎখাত ও জিম্মি উদ্ধারের নামে অবরুদ্ধ গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ। প্রতিদিনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। এতে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। নিরাপদ বলে কোনো স্থান নেই গাজাবাসীর জন্য। একদিকে আকাশ ও স্থল হামলা, অন্যদিকে ত্রাণ সরবরাহ বন্ধ। গাজা যেন নরক হয়ে উঠেছে ফিলিস্তিনিদের জন্য। এমনকি ঈদেও থামেনি ইসরায়েলের ধ্বংসযজ্ঞ।

ঈদ ও ঈদের পরদিন মিলিয়ে অন্তত ১১৭ জন নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

রোববার (৮ জুন) গাজার সিভিল ডিফেন্স বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও অঞ্চলের মতো ফিলিস্তিনের গাজা উপত্যকাতেও ঈদুল আজহা ছিল ৬ জুন। এদিনটিতেও দফায় দফায় হামলা চলিয়েছে ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন ফিলিস্তিনি। আর পরের দিন ৭ জুন ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে উপত্যকাজুড়ে নিহত হয়েছেন অন্তত ৭৫ জন; সেইসঙ্গে আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। 

 

RF/SN
আরও পড়ুন