ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসরায়েলের হামলায় ইরানের কে কে নিহত

আপডেট : ১৩ জুন ২০২৫, ১২:২০ পিএম

ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে ইসরায়েল পরিচালিত ‘অপারেশন রাইজিং লায়ন’-এ ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এই অভিযানে নিহতদের মধ্যে রয়েছেন:

১) ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডার হোসেইন সালামি

২) খাতাম-আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার গোলাম আলি রাশিদ

৩) পারমাণবিক বিজ্ঞানী ও ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেইদুন আব্বাসি

৪) পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত আরেক বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি

৫) ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি 

এ ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি শামখানি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ইরানের রাজধানী তেহরানের তাজরিশ এলাকার চামরান হাসপাতালে ইসরায়েলি হামলায় আহত অন্তত ৫০ জনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ৩৫ জনই নারী ও শিশু।

সূত্র: বিবিসি, আল-জাজিরা 

MS
আরও পড়ুন