ইরানে বড় আকারে হামলা ইসরায়েলের

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:১৫ এএম

ইরানে বড় আকারে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

পোস্টে বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী এখন তেহরান এবং ইরানের অন্যান্য অঞ্চলে ধারাবাহিক হামলা চালাচ্ছে। তবে এই হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইরানের আরাক এবং খোন্দাবের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছিল। বলেছিল, তারা এসব এলাকার ‘সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু’ করতে পারে। খোন্দাবের ‍উপকন্ঠে ইরানের একটি ভারী-পানির চুল্লি রয়েছে, পারমাণবিক চুল্লিগুলোকে ঠাণ্ডা রাখতে এটি সহায়তা করে। 

তবে ইসরায়েল বলছে, ভারী-পানির ওই চুল্লির মাধ্যমে ইরান প্লুটোনিয়াম উৎপাদন করে, যা সম্ভাব্যভাবে পারমাণবিক অস্ত্রে ব্যবহার করা যেতে পারে। 

লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে হামলার খবর পাওয়া গেছে। এছাড়া তেহরানের পশ্চিমে কারাজ শহরের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে কারাজ এবং এর উপকণ্ঠের আকাশে ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোকে বাধা দিচ্ছে।

এছাড়াও বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে।

RF/SN