ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকার সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৪:০৮ পিএম

পারস্পরিক স্বার্থে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত। এমনটাই জানিয়েছেন দেশটির মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (২৭ জুন) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ব্রিফিংয়ে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে প্রশ্নের জবাবে রণধীর বলেন, পারস্পরিক লাভজনক সংলাপের অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত ভারত। গঙ্গাসহ ৫৪টি নদীর পানি ভাগাভাগি করে দুই দেশ। এসব নিয়ে আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন রয়েছে। পানি বণ্টনসহ এ ধরনের বিষয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে অবস্থান নির্ধারণ করে কেন্দ্র সরকার।

আরেক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত বাণিজ্য সম্পর্কিত যে সংশোধনীগুলো বাংলাদেশের জন্য ঘোষণা করেছে, সেগুলো বাংলাদেশের তরফ থেকে ন্যায্যতা, সমান আচরণ এবং পারস্পরিকতা নিশ্চিত করার আগ্রহের ওপর ভিত্তি করে করা হয়েছে।’

তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মূল বিষয়গুলোর সমাধানের জন্য বাংলাদেশের অপেক্ষায় আছি। বাণিজ্যসচিব পর্যায়ের আলোচনাসহ এই বিষয়গুলো ভারত এর আগেও বিভিন্ন কাঠামোগত বৈঠকে উত্থাপন করেছে।

বাংলাদেশের সাম্প্রতিক পাকিস্তান-চীন ত্রিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ প্রসঙ্গে জয়সওয়াল জানান, ভারতের চারপাশের অঞ্চলে কী ঘটছে তা ভারত নজরদারির মধ্যে রাখে। সেইসঙ্গে জাতীয় স্বার্থের আলোকে বিশ্লেষণ করে।

AHA
আরও পড়ুন