ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজায় ইসরায়েলি হামলায় ৭২ ফিলিস্তিনি নিহত

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৯:১৭ এএম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান বাহিনী শুক্রবার (২৭ জুন) দিনভর হামলা চালায়। হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৭৪ জন। এ তালিকায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারানো মানুষেরাও আছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্য জানিয়েছে । সূত্র: আনাদোলু এজেন্সি। 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫৬ হাজার ৩৩১ পৌঁছেছে। আর আহত হয়েছেন আরও ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন ফিলিস্তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর  ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  এদিন তারা ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী।

AA
আরও পড়ুন