ইসরায়েলের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সামরিক প্রধান জেনারেল আব্দুর রহিম মৌসাভি। তিনি জানিয়েছেন, ইরান এখনো বিশ্বাস করে না যে ইসরায়েল সদ্যসমাপ্ত ১২ দিনের যুদ্ধের পর ঘোষিত যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করবে। খবর দ্য গার্ডিয়ান।
তিনি বলেন, ‘১৩ জুন আমরা যুদ্ধ শুরু করিনি। কিন্তু যখন আমাদের ওপর হামলা করা হয়েছে, আমরা সর্বশক্তি দিয়ে জবাব দিয়েছি। ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছে তা মানবে কিনা এ নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। যদি আবার ইসরায়েল হামলা চালায়, আমরা শক্ত হাতে জবাব দিতে প্রস্তুত আছি।’ ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার ছয় দিন পর ইরানের এ শীর্ষ কর্মকর্তা ঘোষণাটি দেন।
এছাড়াও ইরান স্পষ্ট জানিয়েছে, তারা তাদের পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটবে না। দেশটির পার্লামেন্ট পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করতে পারে।
