ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাকৃবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ত্বোহা, সম্পাদক মঈন 

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৯:১১ এএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের ত্বোহা। একই সঙ্গে, সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন আব্দুল আল মঈন।
 
সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। পরে সদস্যদের পরামর্শক্রমে সাধারণ সম্পাদককে মনোনীত করা হয়। ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষান্মাসিক) ওই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।
এসময় কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

এসময় শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত আবু নাসের ত্বোহাকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা ও কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান আজিজুর রহমান আজাদ। পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে আব্দুল্লাহ আল মঈনকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি আবু নাসের ত্বোহা।
 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য সাবেক শাখা সভাপতি ফখরুল ইসলামসহ শাখার সাবেক সভাপতিবৃন্দ।
RF/AHA
আরও পড়ুন