ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিচ্ছেদের পর প্রথমবার যে সিদ্ধান্তের কথা গৌরীকে জানালেন আমির

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:৫০ এএম

বলিউড তারকা আমির খান আবারও প্রেমে পড়েছেন। আর তার প্রেমের খবর সামনে আসতেই ভক্তরা জানে যান তবে কি তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেতা। তবে এবার সব প্রশ্নের জবাব দিয়েছেন আমির নিজেই। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথমবার কোনো সম্পর্কে এতোটা উন্মুক্তভাবে কথা বললেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, গৌরী স্প্রাটের সঙ্গে তার সম্পর্ক গভীর ও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, গৌরী আর আমি খুব সিরিয়াস। আমরা একে অপরের প্রতি দায়বদ্ধ। আমরা একসঙ্গে আছি, জীবনসঙ্গী হিসেবেই। বিয়েটা আনুষ্ঠানিকভাবে করব কি না, সেটা সময় বলে দেবে।

জানা গেছে, আমির খান ও গৌরীর সম্পর্ক শুরু হয়েছিল প্রায় ২৫ বছর আগে। তবে তখন কোনো কারণে বিচ্ছেদ ঘটে। এরপর অনেক বছর যোগাযোগ না থাকলেও ১৮ মাস আগে তারা আবারও কাছাকাছি আসেন। বর্তমানে গৌরী আমির খানের প্রোডাকশন হাউসেই কাজ করছেন। গৌরী একজন সিঙ্গেল মা, ছয় বছর বয়সি সন্তানের দেখাশোনাও করছেন একা। আমিরের ৬০তম জন্মদিনে (২০২৫ সালের মার্চে) প্রথমবারের মতো গৌরীকে মিডিয়ার সামনে আনেন তিনি।

সম্পর্ক ছাড়াও আমির খান নিজের আগামী প্রজেক্ট নিয়েও কথা বলেছেন। তিনি জানালেন, আগস্ট থেকে শুরু করবেন বহু প্রতীক্ষিত ‘মহাভারত’ প্রজেক্টের কাজ। তবে এটি একটি একক সিনেমা নয়, বরং হবে পরপর কয়েকটি সিনেমার সিরিজ হবে। এই মহাভারতে কোনো পরিচিত অভিনেতা থাকছেন না, একেবারে নতুন মুখ নিয়ে কাজ করবেন তিনি। আমির নিজেও এই সিনেমায় অভিনয় করছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

khk
আরও পড়ুন