ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মালয়েশিয়ায় জালভিসা সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৬:২৩ পিএম

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পুডুতে বিশেষ অভিযান চালিয়ে জাল ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) বিক্রির দায়ে ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শনিবার (১২ জুলাই) মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, গ্রেপ্তার ৩ বাংলাদেশি ‘জাকির’ সিন্ডিকেট নামে পরিচিত। তারা জালভিসা বিক্রি করতেন। একজন গ্রুপ নেতা এবং অন্য দুইজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন।

জাকির সিন্ডিকেট দেশটির ক্লাং উপত্যকার বিদেশিদের টার্গেট করে কাজ করতেন। তারা প্রতি ভিসার জন্য ২৫০০ থেকে ছয় হাজার রিঙ্গিত ফি নিয়ে নবায়ন করে দিতেন। এক বছর ধরে সক্রিয়ভাবে এই অপরাধ কার্যকলাপ চালিয়ে আসছেন বলে জানান ইমিগ্রেশন মহাপরিচালক।

অভিযানে ১৩০টি বাংলাদেশি পাসপোর্ট, ৩টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেপ্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুত্রাজায়া ইমিগ্রেশনে নেওয়া হয়েছে।

একই দিনে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘শহীদ’ নামে একটি সিন্ডিকেট সদস্যদেরও শনাক্ত করা হয়। অভিযানে দুই পাকিস্তানি এবং একজন মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

দাতুক জাকারিয়া শাবান বলেন, ‘শহীদ’ সিন্ডিকেট ভুয়াভিসা পরিষেবার জন্য ৮০ থেকে ৫০০ রিঙ্গিত নিতেন। এ সময় পাকিস্তান, ভিয়েতনাম, মিয়ানমার, বাংলাদেশ ও শ্রীলঙ্কার পাসপোর্ট জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুত্রাজায়া ইমিগ্রেশনে নেওয়া হয়েছে।

MMS
আরও পড়ুন