ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অলিম্পিক ক্রিকেটে খেলবে এশিয়া থেকে একটি দল

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৫:২৫ এএম

অলিম্পিক মঞ্চে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকে জায়গা পাবে মাত্র ছয়টি দলএর মধ্যে একটি দল স্বাগতিক যুক্তরাষ্ট্রবাকি পাঁচটি জায়গার মধ্যে চারটি যাবে অঞ্চলভিত্তিক শীর্ষ র‍্যাঙ্কিংধারী দলদের কাছেঅর্থাৎ, এশিয়া থেকে কেবল একটিই দল পাবে সরাসরি অংশগ্রহণের টিকিট

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অলিম্পিকে অংশগ্রহণের জন্য অঞ্চলভিত্তিক র‍্যাঙ্কিংকে প্রাধান্য দিতে চায়ফলে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও ওসেনিয়া থেকে এক একটি দল সরাসরি যাবে। আর বাকি একটি জায়গা নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।

এ অবস্থায় এশিয়া থেকে কেবল একটি দলই সরাসরি যাবে অলিম্পিকে। ফলে ভারত-পাকিস্তানের মতো দুই পরাশক্তিকে হয়তো দেখা যাবে না লস অ্যাঞ্জেলেসের মঞ্চে- যদি না তারা বাছাইপর্ব পেরিয়ে যায়।

এরই মধ্যে অলিম্পিকে অংশ নেওয়া নিয়ে উইন্ডিজ দলকেও আলাদা করে ভাবতে হচ্ছে। একাধিক দ্বীপ নিয়ে গঠিত এই দলটি কোনো স্বীকৃত রাষ্ট্র নয়। ফলে তাদের অলিম্পিকে অংশ নেওয়ার জন্য আলাদা দেশ হিসেবে খেলতে হবে বাছাইপর্বে। এদিকে নারীদের ক্ষেত্রে অলিম্পিকে অংশগ্রহণ নির্ধারণ করবে টি-টোয়েন্টি বিশ্বকাপতবে যুক্তরাষ্ট্রের নারীদের অংশগ্রহণ নিয়েও এখনো অনিশ্চয়তা রয়েছে।

২০২৮ সালের ১২ জুলাই লস অ্যাঞ্জেলেসের ৫০ কিলোমিটার দূরের পোমোনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে শুরু হবে অলিম্পিক ক্রিকেট। পদক নির্ধারণী ম্যাচ হবে ২০ ও ২৯ জুলাই

khk