ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নাম্বার

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৭:২৩ পিএম

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় সনাক্ত করা যাবে তাদের মৃতদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবেনা তাঁদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

যেসব শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন, তাদের বিষয়ে খোঁজ নিতে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। নাম্বারগুলো হলো-
১. মিলিটারি রেস্কিউ ব্রিগেড- 01769024202
২. সিএমএইচ বার্ন ইউনিট- 01769016019
৩. সিএমএইচ ইমার্জেন্সি- 01769013311
৪. মাইলস্টোন স্কুল Admin Officer- 01814774132‬
৫. Vice Principal- 01771111766
৬. ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999 বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকেও বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দেবে।

এদিকে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা। চিকিৎসা কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

MMS
আরও পড়ুন