গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সদর থানায় নতুন আরও একটি মামলা হয়েছে।
ওই সংঘর্ষে নিহত রিকশাচালক রমজান মুন্সীর ভাই জামাল মুন্সী শনিবার (২৬ জুলাই) বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর থানায় নিহতের ভাই একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামি সবাই অজ্ঞাত। অজ্ঞাতদের আসামি করা হলেও মামলায় সংখ্যা উল্লেখ করা হয়নি।
গোপালগগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো: সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে সহিংসতার ঘটনায় ৫টি হত্যা মামলাসহ মোট ১২টি মামলা দায়ের করা হয়েছে। এতে ১০ হাজার ১৩৭ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় নাম উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮৭ জনের। বাকি ৯ হাজার ৪৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ সমস্ত মামলায় শনিবার পর্যন্ত ৩১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গোপালগঞ্জ থানার এই কর্মকর্তা।
গোপালগঞ্জে সহিংসতায় নিহতরা কারা ছিলেন?