ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জেনিফারের মঞ্চে হঠাৎ ‘স্কার্ট বিপত্তি’

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১২:৩৫ পিএম

জন্মদিনের কেকের মোমবাতি নিভতে না নিভতেই লাইভ কনসার্টে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়লেন মার্কিন পপ সেনসেশন জেনিফার লোপেজ।

গত ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন তিনি। 

এসময় তার পরনে ছিল সোনালি রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট। গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ খুলে তার স্কার্ট। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন লোপেজ।

স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি তিনি। পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন। পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার।

এ সময় হাসতে হাসতে দর্শকদের তিনি বললেন, ‘আজ অন্তর্বাস পরেছি, নাহলে বিপদ হতো! সাধারণত তো পরিই না!’

যিনি স্কার্টটি তাকে পরিয়ে দেন, তাকে উদ্দেশ করে জেনিফার মজা করে বলেন, ‘তুমি এটা রাখতে পারো। আমি এটা ফেরত চাই না।’

ঘটনাটির একাধিক ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিও ক্লিপ ২৪ ঘণ্টায় দেড় কোটির বেশি মানুষ দেখেছে। 

এর একদিন আগেই ২৪ জুলাই ছিল জেনিফার লোপেজের জন্মদিন। জন্মদিনের ঠিক পরদিনেই ঘটে এমন কাণ্ড। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে তুমুল আলোচনা। 

আরও পড়ুন