সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিঁড়ি) চাকা ফেটে গুরুতর আহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরো একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রুম্মান আহমদ (২০)। তিনি সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার বাসিন্দা। আহত অপরজন এনামুল হক (২৫)। তিনি একই উপজেলার মহালদি এলাকার বাসিন্দা। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আনার সময়ই রুম্মানের মৃত্যু হয় বলে জানা গেছে।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান মেরামতের কাজটি করার সময় হঠাৎ কোন কারণে এ দুর্ঘটনা। ২ জন আহত হন। তাদের দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক ঘটনা।
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফ আহমেদ বলেন, হাসপাতালে আনার পর ভর্তি করে দ্রুত আইসিইউতে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
কুড়িগ্রামে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ