ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফ্যাসিবাদ পুনরুত্থানে জুলাই গ্রাফিতি বাধা হয়ে দাঁড়াবে: আসিফ মাহমুদ

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৮:৩৪ পিএম

গ্রাফিতি ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেছেন, জুলাই আর্ট ওয়ার্কের মূল উদ্দেশ্য ছিল মানুষের শোষণ ও নিপীড়নের চিত্র তুলে ধরা। মানুষ বলে দেয়ালেরও কান আছে কিন্তু, চব্বিশের জুলাইয়ে দেয়ালগুলোও প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর বিজয় সরণিতে জুলাই আর্টওয়ার্ক-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে মানুষ যেভাবে শোষণ ও নিপীড়নের শিকার হয়েছে মানুষকে ডেকে এনে তা দেখাতে হবে না, মানুষ রাস্তায় বের হলেই দেখতে পারবে। এই দেয়ালের গ্রাফিতি ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে।

এছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটা কঠিন এবং সময় সাপেক্ষ জানিয়ে উপদেষ্টা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়ন করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় কাওরান বাজার এলাকায় ১৬টি পিলারে ফ্যাসিবাদের ১৬ বছরের জুলুম এবং বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত জুলাই অভ্যুত্থান স্মরণে ৩৬ টি পিলারে এই গ্রাফিতি আঁকা হয়েছে।

MMS
আরও পড়ুন