ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১২:০০ পিএম

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। রোববার শাহবাগ মোড়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ আয়োজন করেছে ছাত্রদল। কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেতা-কর্মীদের দেখা না গেলেও অন্যান্য ইউনিট থেকে আসছেন নেতা-কর্মীরা।

বেলা ১২টা থেকে সমাবেশ শুরুর কথা রয়েছে। এদিকে সমাবেশের জন্য জনভোগান্তির কারণে নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশসহ করেছে ছাত্রদল। সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড না নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছে সংগঠনটি।

ছাত্রদলের সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাবেশে ছাত্র-নেতাকর্মীদের কয়েক দফা প্রতিশ্রুতি দেবে, যা তাদেরকে বাস্তবায়ন করতে হবে। সমাবেশে মূল বার্তা দেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেবেন বিভিন্ন দিকনির্দেশনা। এর মধ্যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার শপথসহ দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে থাকবে বার্তা। এ ছাড়া দেশের শিক্ষা খাতের মেরুদণ্ড যাতে ভেঙে না যায়, শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় এবং ছাত্র সমাজকে যাতে ভুল পথে না যায় সে বিষয়েও গঠনমূলক দিকনির্দেশনা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

RF/AHA
আরও পড়ুন