ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এবার ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য মনোনীত করলো কম্বোডিয়া

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৬:৩৬ পিএম

পাকিস্তান, ইসরায়েলের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। মূলত থাইল্যান্ডের সঙ্গে কম্বোডিয়া সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ থামাতে ভূমিকা পালনের জন্য ট্রাম্পকে এ মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী সান চানথোল।

গত শুক্রবার (১ আগস্ট) রাজধানী নমপেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চানথোল শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের প্রশংসা করেন এবং বলেন ট্রাম্প নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার যোগ্য।

তিনি বলেন, ‘মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আহ্বান এবং তৎপরতার কারণেই গত সপ্তাহে মালয়েশিয়ার মধ্যস্থতায় থাইল্যান্ডের সঙ্গে আমাদের দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থার অবসান ঘটেছে। তিনি (নোবেলের জন্য) মনোনীত হওয়ার যোগ্যতা রাখেন।’

গত ২৪ জুলাই সীমান্তে বিতর্কিত এলাকাকে কেন্দ্র করে এক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘাতে জড়ায় দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়া। চার দিনে দুই দেশের ওই সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হয়েছে এবং উভয় দেশের সীমান্ত এলাকা থেকে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই দুই দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। পরে মালয়েশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।

এরআগে ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য মনোনীত করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সূত্র: রয়টার্স

MMS
আরও পড়ুন