ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিমানবন্দরে স্বর্ণ পাচারকালে কেবিন ক্রু আটক

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৯:৫৭ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের সময় রুদাবা সুলতানা  নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কেবিন ক্রুকে আটক করা হয়েছে। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র কেবিন ক্রু হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ  ওই কেবিন ক্রুকে আটক করে। এই সময় তার কাছ থেকে ২৩০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

কাস্টমস ও বিমানবন্দর সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে রিয়াদ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইট শাহজালালে অবতরণ করে। নিয়ম মেনে ফ্লাইটটির ক্রুরা বের হওয়ার সময়ে সন্দেহজনক গতিবিধি দেখে কেবিন ক্রু রুদাবা সুলতানাকে চ্যালেঞ্জ করেন কাস্টমস কর্মকর্তারা। তার ব্যাগেজ তল্লাশির পর বডি স্ক্যানিংয়ের জন্য স্ক্যানার কক্ষে নিতে চাইলে তিনি গড়িমসি করেন। এক পর্যায়ে অন্তর্বাসে লুকিয়ে রাখা বিশেষভাবে তৈরি স্বর্ণের বার ছুড়ে ফেলে তা লুকানোর চেষ্টা করেন। পরে তা জব্দ করা হয়। এরপর তাকে স্ক্যানিং মেশিন দিয়ে দেহ তল্লাশি করে নতুন একটি আইফোন পাওয়া যায়।

বিমানবন্দর সূত্র জানায়, প্রথমে রুদাবা সুলতানাকে তারা চ্যালেঞ্জ জানালে উল্টো তিনি কাস্টমস সদস্যদের চ্যালেঞ্জ করেন। তিনি নিজেকে বিমানের কেবিন ক্রু ইউনিয়নের শীর্ষ এক নেতার বোন পরিচয় দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

HM/FJ
আরও পড়ুন