জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের সোমবার (৫ আগস্ট) দিন সকাল থেকেই আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছিল পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও। এক দফা দাবির আন্দোলনকে সফল করতে জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
রাঙ্গামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আব্দুল আহাদ ও মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয় এলাকাসহ শহরে বিভিন্ন পয়েন্টে প্রতিবাদ সভা ও মিছিল করেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ঠেকাতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে জেলা শহরে পরিস্থিতি উত্তাল হয়ে উঠে। দুই সংগঠনের মুখোমুখি অবস্থানের কারণে শহরের বিভিন্ন পয়েন্টে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
রাঙ্গামাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল আহাদ জানান, মূলত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে রাঙ্গামাটিতে বিভিন্ন পয়েন্টে আমরা রাঙ্গামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মিলে বিশ্ববিদ্যালয় এলাকাসহ শহরের বিভিন্ন পয়েন্টে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করি।
জুলাই মাসের শেষের দিক থেকে রাঙ্গামাটিতে আন্দোলনের তীব্রতা শুরু হয়। আগস্টের ৪ তারিখ সকাল থেকে রাঙ্গামাটি শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক দফা বাস্তবায়নের দাবিতে রাঙ্গামাটিতে ব্যাপক কর্মসূচি পালন করে।
এ সময় শহরে যান চলাচল বন্ধ থাকে। চব্বিশের ৪ আগস্ট সকাল থেকে শহরের কলেজগেট, ভেদভেদী, কোর্ট বিল্ডিংসহ বিভিন্ন স্থানে ছাত্র-জনতার উপর ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমাদের উপর হামলা করে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটানা ৪-৫ আগস্ট মাঠে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে। ফলে আন্দোলনের তীব্রতা জেলা শহর থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের ছড়িয়ে পড়ে।
আব্দুল আহাদ আরও জানান, ৪ আগস্ট রাঙ্গামাটি ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় অবস্থানরত রাঙ্গামাটির শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়ে গুরুতর আহত হন। চট্টগ্রামে আন্দোলনে অংশ নিয়ে লংগদু উপজেলার এক শিক্ষার্থী চোখ হারান, পায়ে গুলিবিদ্ধ হন মুজাহিদুল ইসলাম সাজিদ নামের আরেক শিক্ষার্থী। তবে পার্বত্য এলাকা রাঙ্গামাটিতে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে হতাহতের কোনো বড় ঘটনা ঘটেনি।
গণঅভ্যুত্থান দিবস ঘিরে প্রস্তুত মঞ্চ, নিরাপত্তায় কড়া নজর
রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকেই বয়স্ক ভাতা পেয়েছেন: প্রধান উপদেষ্টা