ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নবীজি যে স্বামী-স্ত্রীর জন্য রহমতের দোয়া করেছেন

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৮:৫৭ পিএম

নারী-পুরুষের বৈধ ভালোবাসার একমাত্র হালাল মাধ্যম- বিয়ে। এর মাধ্যমে নারী-পুরুষের একসঙ্গে পথচলা শুরু হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একসঙ্গে পথচলা স্বামী-স্ত্রীর জন্য রহমতের দোয়া করেছেন। যাদের একজন তাহাজ্জুদের জন্য জাগ্রত হলে অন্যজনকে জাগিয়ে দেয়।

বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
رَحِمَ اللهُ رَجُلًا قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّى وَأَيْقَظَ امْرَأَتَه فَصَلَّتْ، فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ، رَحِمَ اللهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَصَلَّتْ، وَأَيْقَظَتْ زَوْجَهَا، فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ
অর্থ: ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রহম করুন, যে রাতে ঘুম থেকে উঠেছে, নামাজ পড়েছে এবং নিজের স্ত্রীকে জাগিয়েছে। ফলে স্ত্রীও নামাজ পড়েছে। আর স্ত্রী না ওঠতে চাইলে তাকে জাগানোর জন্য তার চেহারায় পানি ছিটিয়েছে।

মহান আল্লাহ ওই নারীর প্রতিও রহম করুন, যে রাতে ঘুম থেকে জেগেছে, এরপর নামাজ পড়েছে এবং স্বামীকে জাগিয়েছে। তখন সেও নামাজ পড়েছে। স্বামী উঠতে অস্বীকার করলে তাকে ওঠানোর জন্য তার চেহারায় পানির ছিটা দিয়েছে। (আবু দাউদ: ১৪৫০; নাসায়ি: ১৬১০)

MMS
আরও পড়ুন