২০২৫-২৬ অর্থবছরে কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের জন্য ৩৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। এই পরিমাণ গত বছরের তুলনায় ২ দশমিক ৬৩ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার কোটি টাকা।
মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেন। অনুষ্ঠানে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতে বিনিয়োগ উৎসাহিত করাই এ নীতির মূল লক্ষ্য। এ জন্য নতুন নীতিমালায় কয়েকটি পরিবর্তন ও সংযোজন করা হয়েছে।
এর মধ্যে রয়েছে প্রাণিসম্পদ খাতে বরাদ্দ বাড়িয়ে ২০ শতাংশ করা, সেচ ও কৃষিযন্ত্রপাতি খাতে ২ শতাংশ বরাদ্দ, ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণে সিআইবি সার্ভিস চার্জ মওকুফ, কন্ট্রাক্ট ফার্মিং ও এজেন্ট ব্যাংকিংয়ের আওতা বৃদ্ধি, খিরা, কচুর লতি, বিটরুট, কালোজিরা, আদা, রসুন, হলুদ, খেজুর গুড়সহ নতুন ফসল ঋণ তালিকায় অন্তর্ভুক্ত, এবং অঞ্চলভিত্তিক উৎপাদন সম্ভাবনা অনুযায়ী ঋণ বিতরণের নির্দেশনা।
কেন্দ্রীয় ব্যাংকের আশা, এ নীতিমালা কৃষি ও পল্লী খাতে পর্যাপ্ত ঋণ সরবরাহ নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
