ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পর্যটনকেন্দ্রে নজিরবিহীন লুটপাট

রাতভর অভিযানে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০২:৩২ পিএম

সিলেটের পর্যটনকেন্দ্র সাদা পাথর থেকে নজিরবিহীন লুটপাটের ঘটনায় নড়ে উঠেছে প্রশাসন। 

বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে সাদা পাথর এলাকায় অভিযান শুরু করে। অভিযানে বিভিন্ন স্থান থেকে লুট হওয়া প্রায় ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করে ফের সাদা পাথর এলাকা ও ধলাই নদীর বিভিন্ন স্থানে প্রতিস্থাপন করা হয়। এছাড়া একাধিক ট্রাক আটক করে পাথর জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার জানান, গতকাল রাতে যৌথবাহিনীর সহায়তায় বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ পাথর উদ্ধার করে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়েছে। লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

এর আগে সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে জেলা ও বিভাগীয় প্রশাসনের জরুরি সমন্বয় সভায় ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়।

এগুলো হলো- জাফলং ইসিএ ও সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে যৌথবাহিনীর স্থায়ী চেকপোস্ট, অবৈধ ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পাথর চুরিতে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা, চুরি হওয়া সব পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা।

NJ
আরও পড়ুন