ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আলাস্কায় একই গাড়িতে ট্রাম্প- পুতিন

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০২:০৯ এএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুক্তরাষ্ট্র সফর ঘিরে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। আলাস্কার এলমেনডর্ফ এয়ার ফোর্স বেসে পুতিনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পুতিনকে বরণ করতে লাল গালিচা, সামরিক বিমান প্রদর্শন এবং সম্মানসূচক অভ্যর্থনার ব্যবস্থা করা হয়।

শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি নজর কেড়েছে ট্রাম্পের ব্যক্তিগত আমন্ত্রণ। তিনি পুতিনকে নিজের লিমোজিন 'দ্য বিস্টে' আমন্ত্রণ জানান। সাধারণত যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের ব্যক্তিগত গাড়িতে অন্য কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের বসার নজির খুবই বিরল। ট্রাম্প-পুতিনের এই যাত্রা রাজনৈতিক মহলে জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। বিশেষ করে তাদের মধ্যকার ব্যক্তিগত সম্পর্ক এবং বৈশ্বিক কূটনীতির প্রেক্ষাপটে।

প্রতিবেদনে আরও বলা হয়, দুই নেতা একই গাড়িতে যাওয়ায় সাংবাদিকদের ক্যামেরার ঝলকানি ও তাদের উপদেষ্টাদের কড়া নজর থেকে কিছুটা দূরে তারা ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার সুযোগ হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ঘনিষ্ঠ মুহূর্তটি দুই নেতার মধ্যে ভবিষ্যত সহযোগিতার ইঙ্গিত হতে পারে। বিশেষ করে যখন বিশ্ব রাজনীতির ভারসাম্য নতুন করে রূপ নিচ্ছে।

 

khk
আরও পড়ুন