ঢাকার কেরাণীগঞ্জে সৎ ছেলে রাকিবুল সরদার (১৪) হত্যা মামলায় অভিযুক্ত বাবা আজহারুল সরদারকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। খুলনার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট এলাকা থেকে রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি দল।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তফুরা খাতুন (৩৪) ও তার ছেলে রাকিবুল ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। রাকিবুল স্থানীয় একটি এমব্রয়ডারি কারখানায় কর্মরত ছিলেন। তার মা তফুরা খাতুনের প্রথম স্বামী মারা যাওয়ার পর তিনি দুই বছর আগে আজহারুল সরদারকে বিয়ে করেন। তবে বিয়ের পর পারিবারিক নির্যাতনের কারণে তিন-চার মাস আগে আদালতের মাধ্যমে স্বামীকে তালাক দেন।
তালাকের পর থেকে আজহারুল তার সাবেক স্ত্রীকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল। গত ১৪ আগস্ট সকালে রাকিবুল প্রতিদিনের মতো কাজে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরদিন সকাল পর্যন্ত তার কোনো খোঁজ না পেয়ে তফুরা খাতুন ছেলের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আজহারুল দাবি করে, রাকিবুল তার সঙ্গে সাতক্ষীরায় আছে এবং এ সংক্রান্ত খরচের জন্য বিকাশের মাধ্যমে টাকা আদায় করে।
১৬ আগস্ট সকালে মোবাইল ফোনে খবর পেয়ে তফুরা খাতুন জানতে পারেন, তার ছেলের মরদেহ দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া পশ্চিমপাড়ায় আজহারুলের ভাড়া বাসায় পড়ে আছে। খবর পেয়ে থানা পুলিশ ৯৯৯ এর মাধ্যমে স্থানীয়দের সহায়তায় দুপুর সাড়ে ১১টায় মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় নিহতের মা তফুরা খাতুন বাদী হয়ে ১৭ আগস্ট দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৪৬) দায়ের করেন।
মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, র্যাব-৬ এর সহায়তায় খুলনায় অভিযান চালিয়ে আজহারুলকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজহারুল স্বীকার করেন, স্ত্রীর তালাকের কারণে ক্ষিপ্ত হয়ে ১৪ আগস্ট রাতের কোনো এক সময় গামছা দিয়ে শ্বাসরোধে রাকিবুলকে হত্যা করেন এবং মরদেহ লুকানোর চেষ্টা করেন।
র্যাব জানায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আটক সেই রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি
বনানীর সিসা লাউঞ্জে আধিপত্যের জেরে রাব্বি খুন, গ্রেপ্তার ২
দেশজুড়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৯৯১ জন