নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাবের হোসেন নামের এক ২০২৪ সালের জুলাই যোদ্ধাকে ‘৩২ টুকরো’ করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৭ আগস্ট) রাতে তারাব পৌরসভা আওয়ামী লীগ নামের একটি আইডি থেকে পোস্টের মাধ্যমে তাকে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় জাবের হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

জাবের হোসেন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি এলাকার আবুল কালামের ছেলে। তিনি বর্তমানে তারাব পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় থেকে রাজধানীর একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন।
জাবের হোসেন বলেন, ২৪’র স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করি। এর সুবাদে উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের বিলুপ্ত কমিটির একটি পদ বহন করেছি। গত ১৫ আগস্ট আওয়ামীবিরোধী পোস্ট করার পর গতকাল রাতে তারাব পৌরসভা আওয়ামী লীগ নামের একটি ফেইসবুক আইডি থেকে পোস্টের মাধ্যমে আমাকে ৩২ টুকরো করা হবে বলে পোস্ট করে। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে ওই চক্রটি আমাকে লক্ষ্য করছে। এ ঘটনায় সোমবার (১৮ আগস্ট) সকালে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। বাকিটা প্রশাসন দেখবেন।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ধরনের একটি সাধারণ ডায়েরি পেয়েছি। তদন্ত করে বের করা হবে আইডির প্রকৃত মালিক কে। আমাদের আইসিটি বিভাগে আইডির লিংক দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই বের করতে সক্ষম হবো।
